
আমাদের প্রাইয় কম্পিউটারে windows setup করার প্রয়োজন হয়। কিন্তু CD/DVD রম না থাকায় বা নষ্ট হয়ে যাওয়ার কারনে বিশেষ করে ল্যাপটপ এর ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। আর এই ধরনের ঝামেলা হতে মুক্তি পাওয়ার জন্যেই আমার এই প্রচেষ্ঠা।
[আমি টেকটিউনস এ বেশ কিছুদিন আছি কিন্তু কখনো টিউন করি নাই এটাই প্রথম। এই টিউনটা আগে হয়ে থাকলে অবশ্যই জানাবেন, অবশ্যই ডিলিট করব।]
এজন্য নিচের লিংক থেকে USB_MultiBoot_10.zip সফ্যটটি ডাইনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে তা আনজিপ করুন। USB_MultiBoot_10 নামে একটা ফোল্ডার দেখা যাবে। এবার একটা পেন ড্রাইভ (নূন্যতম ১ জিবি খালি থাকতে হবে) আপনার পিসিতে সংযুক্ত করুন।
USB_MultiBoot_10 ফোল্ডারের ভেতরে USB_MultiBoot_10 লেখা একটা ফাইল থাকবে তা চালু করুন। Press any key to continue . . . লেখা একটা মেসেজ আসবে এখানে এন্টার দিন। এবার...