Saturday, June 2, 2012

Windows এর Software Ubuntu তে কিভাবে ব্যবহার করা যায়।(ছবি সহ)

Windows এর অনেক software আসে যাদের জন্য Linux এ ভাল কোন বিকল্প software খুজে পাওয়া যায়না। যেমন Tera Term, Packet Tracer. যারা Telecom sector এ আসেন তাদের জন খুবি উপকারি একটা software Tera Term. Router, switch configure, telnet, ping ইতাদি কাজে এটা খুব বাবহার হয়। উবুন্তুতে এর একটা বিকল্প soft আছে, PuTTY কিন্তু তা দিয়ে সব কাজ করা যায়না। আর যারা CCNA করছেন তাদের জন্য P.Tracer must. (P.T এর ubuntu version আছে)। খুজতে খুজতে পেয়ে গেলাম কিভাবে ubuntu তে windows এর software use করা যায়। এবার আসুন তাহলে দেখা যাক কিভাবে এই কাজটি করা যায়...
১। প্রথমে http://www.winehq.org/ এই address এ যেয়ে download option এ click করুন।

 ২।  Download Ubuntu packages এ click করুন।


 ৩।  Wine 1.2 package এ click করে install করে নিন।


৪।  এতে আপনার উবুন্তুতে একটা virtual c drive creat হবে।  Applications > Wine > Programs > Browse C:\Drive
 ৫। এবার windows এর যে software টা install করতে চান তার properties a যেয়ে Allow executing file as a program এটি enable দিন।





৬। এবার software উপর mouse এর write button click করে open with wine windows program loader select করুন অথবা Double click করুন। এবার windows এর মত করেই install করে ফেলুন।




৭। এখন Applications > Wine > Programs > এ গেলে আপনি আপনার install করা software গুলো দেখতে পাবেন।
 ৮।  Uninstall এর বাপারেও একটু বলে রাখি। Install করা software দুই ভাবে Uninstall করা যায়। Install করা software গুলোর সাথেই Uninstaller দেয়া থাকে। যদি না থাকে তাহলে Applications > Wine > Uninstall Wine Software থেকে Remove করে দিতে পারেন।


Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

1 comments:

Maha Arjun said...

Wow, amazing blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is fantastic, let alone the content!

Mobile app development in Coimbatore
Android app development in Coimbatore

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop