Saturday, June 2, 2012

উবুন্টু/লিনাক্স মিন্টে টিভি দেখুন Tvtime সফটওয্যার ব্যবহার করে (সফল পদ্ধতি)


আমি অনেক চেষ্টা করে আমার Aver Media Super007 (M-135) টিভি কার্ডে Tvtime সফটওয্যার ব্যবহার করে টিভি দেখতে পেরেছি।
আর এজন্য ধন্যবাদ দিতে চাই প্রজন্ম ফোরামের অলোক ভাই কে এবং লিনাক্স ফোরামের অভ্রনীল ভাই কে।
যেভাবে টিভি দেখবেন:
*অবশ্যই টিভিকার্ডের সাথে অ্যান্টেনার তার অথবা ডিশ লাইন সংযুক্ত রাখুন।
এরপর Tvtime সফটওয়্যার টি ইনস্টল করুন:
*শুরুতেই ইন্টারনেটে কানেক্ট হয়ে নিন।
এরপর
System>Administration>Synaptic Package Manager সিলেক্ট করুন।পাসওয়ার্ড চাইবে,পাসওয়ার্ড দিয়ে Enter কী চাপুন।

Synaptic Package Manager চালু হওয়ার পরে Quick Search এই বক্সে tvtime লিখুন।
tvtime এবং remuco-tvtime প্যকেজ দুটি আসবে,প্যকেজ দুটি তেই মাউসের ডান বাটন চাপুন এবং Mark for installation অপশান টি সিলেক্ট করুন।এবার উপরের Apply বাটনে ক্লিক করুন।
Apply the following changes? নামক একটি উইন্ডো আসবে,Apply বাটনে ক্লিক করুন।
Downloading Package files Appling Changes নামক উইন্ডো দুটি কিছুক্ষন পর আসবে।
এর পর ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে,এমন একটি বার্তা আসবে।
বি:দ্র:প্রথমবার Synaptic Package Manager চালু করলে Quick Search এই বক্স টি কাজ নাও করতে পারে।এরকম হলে উপরের Relode বাটনে ক্লিক করুন।পরবর্তী নির্দেশনা অনুসরন করুন।
আবার আপনার পিসি রিস্টার্ট দিন।
ইনস্টলেশন সম্পন্ন হয়ে গেলে Software Center or Software Manager থেকে বের হয়ে আপনার পিসি রিস্টার্ট দিন।
*পিসি চালু হবার পর Applications/Menu>Sound & Audio>TvTime Television Viewer সিলেক্ট করুন।
Tvtime সফটওয়্যার টি চালু হলে মাউসের ডান বাটনে ক্লিক করুন,Setup নামক উইন্ডো আসবে।
সেখান থেকে Channel management>Frequency table>Custom (first run tvtime-scanner) সিলেক্ট করুন [প্রাথমিকভাবে এটি করা ই থাকে।না করা থাকলে করে নিন] এবং Tvtime বন্ধ করে দিন।
এরপর Applications/Menu > Accessories > Terminal থেকে টারমিনাল ওপেন করে,

tvtime-scanner

লিখে এন্টার চাপুন।এরপর দেখুন স্ক্যান করে চ্যানেল লিস্ট তৈরী হবে।
স্ক্যান সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
স্ক্যান সম্পূর্ণ হয়ে গেলে টারমিনাল থেকে বের হন।
আবার tvtime চালু করুন (Applications/Menu>Sound & Audio>TvTime Television Viewer সিলেক্ট করুন) এবং দেখুন আপনার টিভি কার্ডে টিভি চ্যানেল গুলো দেখতে পাচ্ছেন।
এখন শুধু যদি টিভি দেখতে পান এবং শব্দ শুনতে না পান,তবে নিচের পদ্ধতি অনুসরন করুন:
*প্রথমেই ইন্টারনেটে কানেক্ট হয়ে নিন।
এরপর
*System>Administration>Synaptic Package Manager সিলেক্ট করুন।পাসওয়ার্ড চাইবে,পাসওয়ার্ড দিয়ে Enter কী চাপুন।
Synaptic Package Manager চালু হওয়ার পরে Quick Search এই বক্সে pulseaudio-utils লিখুন।
pulseaudio-utils প্যকেজটি আসবে,সেখানে মাউসের ডান বাটন চাপুন এবং Mark for installation or Mark for update অপশান টি সিলেক্ট করুন।এবার উপরের Apply বাটনে ক্লিক করুন।
Apply the following changes? নামক একটি উইন্ডো আসবে,Apply বাটনে ক্লিক করুন।
Downloading Package files Appling Changes নামক উইন্ডো দুটি কিছুক্ষন পর আসবে।
এর পর ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে,এমন একটি বার্তা আসবে।
আবার আপনার পিসি রিস্টার্ট দিন।
পিসি চালু হবার পর:
*System/Menu > Accessories > Terminal থেকে টারমিনাল ওপেন করে,

 pactl load-module module-loopback

লিখে Enter কী চাপুন। এরপর

lspci | grep SAA


লিখে Enter কী চাপুন,
কিছুটা এরকম আউটপুট পাবেন:
04:00.0 Multimedia controller: Philips Semiconductors SAA7131/SAA7133/SAA7135 Video Broadcast Decoder (rev d1)
আপনার পিসিতে যে আউটপুট পাবেন,তা মনে রাখুন/সংরক্ষন করে রাখুন।
এরপর টারমিনালে,

LANG=C pactl list | grep -A2 'Source #' | grep 'Name: ' | cut -d" " -f 2



লিখে Enter কী চাপুন,
কিছুটা এরকম আউটপুট পাবেন:
alsa_output.pci-0000_00_1b.0.analog-stereo.monitor
alsa_input.pci-0000_00_1b.0.analog-stereo
alsa_input.pci-0000_04_00.0.analog-stereo
আপনার পিসিতে যে আউটপুট পাবেন,তার শেষ লাইন (৩ নং লাইন) মনে রাখুন/সংরক্ষন করে রাখুন।
যেমন এখানের "alsa_input.pci-0000_04_00.0.analog-stereo" লাইন টি।
*এবার Root Access এর জন্য টারমিনালে লিখুন:

gksudo nautilus

পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে Enter কী চাপুন।
এখন আপনি রুটে প্রবেশ করেছেন।সেখান থেকে file system এ ক্লিক করুন>এরপরetc তে ক্লিক করুন>এরপর pulse ক্লিক করুন।
সেখানে default.pa নামক ফাইল পাবেন,ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন।
ওপেন করা default.pa ফাইলটির শেষ লাইনে চলে যান।ফাইলটির শেষ লাইনের পরে সেখানে

 load-module module-loopback source=alsa_input.pci-0000_04_08.0.analog-stereo


নামে একটি অতিরিক্ত লাইন লিখুন এবং সেভ করুন।
*এখানে উল্লেখ্য যে,loopback source=এর পরবর্তী অংশে,
আপনার পিসিতে আপনি পূর্বে যে আউটপুট পেয়েছিলেন,তার শেষ লাইন (৩ নং লাইন) লিখুন।
যেমন:

loopback source=alsa_input.pci-0000_04_00.0.analog-stereo


লিখুন এবং সেভ করুন।
এরপর টার্মিনালে লিখুন:

pulseaudio -k


এবং Enter কী চাপুন।
টার্মিনালের কাজ শেষ হয়ে গেলে,টার্মিনাল থেকে বেরিয়ে আসুন।
এরপর
আপনার পিসি আবার রিস্টার্ট দিন।
পিসি চালু হবার পর tvtime চালু করুন (System>Sound & Audio>TvTime Television Viewer সিলেক্ট করুন)
এখন দেখুন আপনার টিভি কার্ডে টিভি চ্যানেল গুলো দেখতে পাচ্ছেন এবং শব্দও শুনতে পাচ্ছেন।
আরও জানতে এই লিংকএই লিংক এবং এই লিংক এ দেখুন।

  
Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop