Saturday, June 2, 2012

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কোন পিসিতে উবুন্টু/মিন্ট সেটাপের পরে ডুয়েল বুট অপশন কাজ না করলে…..


অনেক সময়ই দেখা যায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কোন পিসিতে উবুন্টু/মিন্ট সেট-আপ দিলে উবুন্টু/মিন্ট সেট-আপ হবাপ পরে ডুয়েল বুট কাজ করে না। পিসি চালু করলে সরাসরি উবুন্ট/মিন্ট চালু হয়ে যায়। আর এই সময়ে অনেকে ধারণা করে বসেন যে, উবুন্টু/মিন্ট সেটাপ দেবার কারণে উইন্ডোজটা বুঝি নষ্ট হয়ে গেল। আসলে ব্যাপার কিন্তু তা নয়..... আপনার উইন্ডোজ ঠিকই আছে। শুধু ছোট্ট একটা টেকনিক খাটানোই বাকি.....
আপনি যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে সোজা উবুন্টু/মিন্টের টার্মিনালে গিয়ে টাইপ করুন
sudo update-grub
এন্টার প্রেস করলে আপনার রুট পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে আবার এন্টার হিট করুন।

দেখবেন আপনার পিসিতে থাকা সকল অপারেটিং সিস্টেমের একটা লিস্ট দেখা যাচ্ছে.....


এবারে পিসিটা রি-স্ট্যার্ট করে দেখুন..... বুট অপশনে সব ওএস দেখা যাচ্ছে...
Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop