উবুন্টু তে বাংলা লিখার কয়েকটি উপায় আছে……
তাদের মধ্যে সবচাইতে সহজ উপায় হতছে কি-বোর্ড লেআউট পাল্টে লেখা…..
উবুন্টু তে বিল্টইন ভাবে বাংলা এর জন্য ২ টা লেআউট দেয়া থাকে. যার একটি হতছে অন্যতম জনপ্রিয় লেআউট প্রভাতি .
দেখা যাক কি ভাবে এটি ব্যবহার করা যায়……..:)
প্রথমে ডেস্কটপ এর একেবারে ডান কোনার ড্রপডাওন মেনু থেকে সিস্টেম সেটিং
অথবা স্টার্ট বাটন চেপে আয়প মেনু থেকে সিস্টেম সেটিং সিলেক্ট করি.
এবার এখান থেকে কিবোর্ড নামের অপসন টি সিলেক্ট করি.
তাহলে নিচের মত করে একটি উইন্ডো ওপেন হবে
এখান থেকে layout অপসন সিলেক্ট .
এবার নিচের দিকে add.. বাটন এ ক্লিক করুন.
তাহলে নতুন যে উইন্ডো আসবে সেখানে উপরের দিকে যে ২ টি ড্রপ ডাওন মেনু আসে সেখান থেকে
counry : বাংলাদেশ
Variants : প্রভাতি
সিলেক্ট করে দিন.
এখন নিচের দিকে add বাটন এ ক্লিক করুন.দেখবেন লেআউট টি add হয়ে গেছে.এখন close দিয়ে বের হয়ে আসুন.
এখন প্রশ্ন হতছে লিখব কিভাবে?????
ডেস্কটপ এর ওপরে মেনু তে দেখেন নতুন একটা সিম্বল যোগ হয়েছে. একটা কিবোর্ড আকা .
এটাতে ক্লিক করলে নিচে নতুন যোগ করা Bangladesh Probhat নামে একটি অপসন দেকতে পাবেন এটি সিলেক্ট করে দিলে আপনি বাংলা লিকতে পারবেন.
মেনু এর নিচের দিকে Show Current Layout এ ক্লিক করে আপনি কিবোর্ড লেআউট টি দেখতে পারবেন.
********************************************************************************************
পরবর্তী উপায় টি হতছে SCIM ব্যবহার করা.
এটি একটি unicode ইনপুট মেথড.এর দ্বারা আপনি উবুন্টু তে অভ্র সেটাপ করে বাংলা লিকতে পারবেন.
তবে সমস্যা হতছে উবুন্টু এর নতুন ভার্সন গুলু তে স্কিম-অভ্র ঠিক মত কাজ করে না.এবং উবুন্টু এর জন্য অভ্র এর ভালো কোনো ভার্সন ও নাই.
তারপর ও আমি জানার জন্য কিভাবে অভ্র সেটাপ করা যায় তার উপায় আপনাদের কে দেখাতছি.
এর ২ টি উপায় আছে….
১)*****
প্রথম টি PPA থেকে..এর জন্য যা করতে হবে…প্রথমে অভ্র টিকে আপনার সোর্স এ আড্ড করে নিতে হবে.
তার জন্যে নিচের কোডে টি আপনার টার্মিনাল এ পেস্ট করুন.
sudo add-apt-repository ppa:kaustav-dasmodak/kido
এখন নিচের কোডে টি দিন. এতে করে সোর্স আপডেট হবে.
sudo apt-get update
এখন ইনস্টল করার পালা.এর জন্য নিচের কোডে টি টার্মিনাল এ দিন.
sudo apt-get install scim-avro
এটি আপনার দরকারী সকল জিনিস ইনস্টল করে দেবে.এখন স্কিম কে আপনার ডিফল্ট ইনপুট মেথড হিসাবে সেট করতে হবে . তার জন্য নিচের কোডে টি টার্মিনাল এ পাস্ট করুন.
im-switch -c
এখন লিস্ট থেকে scim সিলেক্ট করে দিন. এতে কাজ না হলে scim -bridge সিলেক্ট করতে হবে..
২*************************
এইটা একট বেশি কষ্টের…:P
প্রথমে Synaptic Package manager ওপেন করুন
password দিন.
এখন sarch box এ ‘m17n’লিখে সার্চ দিন.. রেজাল্ট থেকে ‘m17n-db’ and ‘scim-m17n’. মার্ক করে দিন.
এখন ‘Apply’ এ ক্লিক করুন..
২ টি সফট ইনস্টল হয়ে যাবে.
এখন এপ্লিকেশন থেকে SCIM Inpute Method Setup টি ওপেন করুন.
‘SCIM Inpute Method Setup’ উইন্ডো থেকে ‘Global Setup’ এবং নিচের দিকে ‘Disable All’এ ক্লিক করুন.
এখন ‘bn-unijoy’ মার্ক করুন ‘Apply’ এবং ‘OK’ দিয়ে বেরহয়ে আসুন. .
কম্পিউটার রিস্টার্ট করুন. ‘SCIM Inpute Method Setup’ অটোমেটিকালি…. স্টার্ট হবে.
এখন কোনো একটা text এডিটর ওপেন করুন.’Alt+Spacebar’ চাপুন.
আপনার কম্পুটার এখন unucode বাংলা লেখার জন্যে প্রস্তত.
এখন বাংলা লেখার জন্য আপনাকে যা করতে হবে তা হলো নিচের দিকে দানে একটা বার আসবে ঐখান থেকে ‘Bengali-bn-unijoy’ সিলেক্ট করে দিতে হবে.
****এই প্রক্রিয়া কত কাজ করবে আমি জানিনা….আমি যখন ১০.০৪ ব্যবহার করতাম তখন এইটা তে কাজ হইতো…১১.০৪ এ খুব ঝামেলা করে….পরের ভার্সন এ হয়ত কাজ নাও করতে পারে…..তার জন্য দয়া করে আমাকে দুশ দিবেন না…..****
এখন আমি আপনাদের কে একটা ব্রাওযার বেসড কনভাটার দিতছি ….যা দ্বারা আপনি সহজেই বাংলা লিকতে পারবেন অনেক গুলু ফরমেটে.
এটি তৈরী করেছেন(( মো: আজমল হুদা খান))
DOWNLOAD FROM HERE.
তাদের মধ্যে সবচাইতে সহজ উপায় হতছে কি-বোর্ড লেআউট পাল্টে লেখা…..
উবুন্টু তে বিল্টইন ভাবে বাংলা এর জন্য ২ টা লেআউট দেয়া থাকে. যার একটি হতছে অন্যতম জনপ্রিয় লেআউট প্রভাতি .
দেখা যাক কি ভাবে এটি ব্যবহার করা যায়……..:)
প্রথমে ডেস্কটপ এর একেবারে ডান কোনার ড্রপডাওন মেনু থেকে সিস্টেম সেটিং
অথবা স্টার্ট বাটন চেপে আয়প মেনু থেকে সিস্টেম সেটিং সিলেক্ট করি.
এবার এখান থেকে কিবোর্ড নামের অপসন টি সিলেক্ট করি.
তাহলে নিচের মত করে একটি উইন্ডো ওপেন হবে
এখান থেকে layout অপসন সিলেক্ট .
এবার নিচের দিকে add.. বাটন এ ক্লিক করুন.
তাহলে নতুন যে উইন্ডো আসবে সেখানে উপরের দিকে যে ২ টি ড্রপ ডাওন মেনু আসে সেখান থেকে
counry : বাংলাদেশ
Variants : প্রভাতি
সিলেক্ট করে দিন.
এখন নিচের দিকে add বাটন এ ক্লিক করুন.দেখবেন লেআউট টি add হয়ে গেছে.এখন close দিয়ে বের হয়ে আসুন.
এখন প্রশ্ন হতছে লিখব কিভাবে?????
ডেস্কটপ এর ওপরে মেনু তে দেখেন নতুন একটা সিম্বল যোগ হয়েছে. একটা কিবোর্ড আকা .
এটাতে ক্লিক করলে নিচে নতুন যোগ করা Bangladesh Probhat নামে একটি অপসন দেকতে পাবেন এটি সিলেক্ট করে দিলে আপনি বাংলা লিকতে পারবেন.
মেনু এর নিচের দিকে Show Current Layout এ ক্লিক করে আপনি কিবোর্ড লেআউট টি দেখতে পারবেন.
********************************************************************************************
পরবর্তী উপায় টি হতছে SCIM ব্যবহার করা.
এটি একটি unicode ইনপুট মেথড.এর দ্বারা আপনি উবুন্টু তে অভ্র সেটাপ করে বাংলা লিকতে পারবেন.
তবে সমস্যা হতছে উবুন্টু এর নতুন ভার্সন গুলু তে স্কিম-অভ্র ঠিক মত কাজ করে না.এবং উবুন্টু এর জন্য অভ্র এর ভালো কোনো ভার্সন ও নাই.
তারপর ও আমি জানার জন্য কিভাবে অভ্র সেটাপ করা যায় তার উপায় আপনাদের কে দেখাতছি.
এর ২ টি উপায় আছে….
১)*****
প্রথম টি PPA থেকে..এর জন্য যা করতে হবে…প্রথমে অভ্র টিকে আপনার সোর্স এ আড্ড করে নিতে হবে.
তার জন্যে নিচের কোডে টি আপনার টার্মিনাল এ পেস্ট করুন.
sudo add-apt-repository ppa:kaustav-dasmodak/kido
এখন নিচের কোডে টি দিন. এতে করে সোর্স আপডেট হবে.
sudo apt-get update
এখন ইনস্টল করার পালা.এর জন্য নিচের কোডে টি টার্মিনাল এ দিন.
sudo apt-get install scim-avro
এটি আপনার দরকারী সকল জিনিস ইনস্টল করে দেবে.এখন স্কিম কে আপনার ডিফল্ট ইনপুট মেথড হিসাবে সেট করতে হবে . তার জন্য নিচের কোডে টি টার্মিনাল এ পাস্ট করুন.
im-switch -c
এখন লিস্ট থেকে scim সিলেক্ট করে দিন. এতে কাজ না হলে scim -bridge সিলেক্ট করতে হবে..
২*************************
এইটা একট বেশি কষ্টের…:P
প্রথমে Synaptic Package manager ওপেন করুন
password দিন.
এখন sarch box এ ‘m17n’লিখে সার্চ দিন.. রেজাল্ট থেকে ‘m17n-db’ and ‘scim-m17n’. মার্ক করে দিন.
এখন ‘Apply’ এ ক্লিক করুন..
২ টি সফট ইনস্টল হয়ে যাবে.
এখন এপ্লিকেশন থেকে SCIM Inpute Method Setup টি ওপেন করুন.
‘SCIM Inpute Method Setup’ উইন্ডো থেকে ‘Global Setup’ এবং নিচের দিকে ‘Disable All’এ ক্লিক করুন.
এখন ‘bn-unijoy’ মার্ক করুন ‘Apply’ এবং ‘OK’ দিয়ে বেরহয়ে আসুন. .
কম্পিউটার রিস্টার্ট করুন. ‘SCIM Inpute Method Setup’ অটোমেটিকালি…. স্টার্ট হবে.
এখন কোনো একটা text এডিটর ওপেন করুন.’Alt+Spacebar’ চাপুন.
আপনার কম্পুটার এখন unucode বাংলা লেখার জন্যে প্রস্তত.
এখন বাংলা লেখার জন্য আপনাকে যা করতে হবে তা হলো নিচের দিকে দানে একটা বার আসবে ঐখান থেকে ‘Bengali-bn-unijoy’ সিলেক্ট করে দিতে হবে.
****এই প্রক্রিয়া কত কাজ করবে আমি জানিনা….আমি যখন ১০.০৪ ব্যবহার করতাম তখন এইটা তে কাজ হইতো…১১.০৪ এ খুব ঝামেলা করে….পরের ভার্সন এ হয়ত কাজ নাও করতে পারে…..তার জন্য দয়া করে আমাকে দুশ দিবেন না…..****
এখন আমি আপনাদের কে একটা ব্রাওযার বেসড কনভাটার দিতছি ….যা দ্বারা আপনি সহজেই বাংলা লিকতে পারবেন অনেক গুলু ফরমেটে.
এটি তৈরী করেছেন(( মো: আজমল হুদা খান))
DOWNLOAD FROM HERE.
0 comments:
Post a Comment