Saturday, June 2, 2012

কিভাবে উবুন্তুতে window button (close,minimize,maximize) গুলো ডানে সরানো যায়?


সাধারনত উবুন্তুতে window button (close,minimize,maximize) গুলো হাতের বা দিকে থাকে। যারা অনেক দিন ধরে windows বাবহার করছেন তাদের জনে এটা একটা বিরক্তির কারন হয়। ভুল বসত mouse দিয়ে হাতের ডানে button গুল খুজতে থাকি। এই সমসসা থেকে মুক্তির জন আমরা খুব সহজেই button গুলকে ডানে নিয়ে আসতে পারি।
১। প্রথমে  Alt+F2 Press করে Run Application window টি open করুন।
২।  gconf-editor টাইপ করে Run click করুন।
৩। এবার  বা পাশের ঘর থেকে /apps/metacity/general যেয়ে button_layout সিলেক্ট করুন।

 ৪।  close,minimize,maximize: জায়গায়  :minimize,maximize,close বসিয়ে দিয়ে ok করুন।
বাস হয়ে গেল। এবার দেখুন button গুলো ডানে চলে এসেছে। কোন ভুল থাকলে কমেন্টস এ উল্লেখ করবেন। 
Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop