Saturday, June 16, 2012

SEO TIPS::অধিক ভিজিটরের জন্য আপনার সাইটে যোগ করুন META TAG


অনেকেই হয়ত জানেন না META TAG কি ।?
মেটা ট্যাগ হল এমন কিছূ ট্যাগ যা সার্চ ইন্জিনকে আপনার সাইটের ব্যাপারে তথ্য সরবরাহ করবে।SEO এর জন্য মেটা ট্যাগ খুবই জরুরী।মেটা ট্যাগের সাহায্যে সার্চ ইন্জিনগুলো সঠিকভাবে কোন সাইটের ইনডেক্সিং করতে পারে।আপনার সাইটে যদি সার্চ ইন্জিন হতে বেশী বেশী ভিজিটর আশা করেত তাহলে মেটা ট্যাগের কোন বিকল্প নাই।
মেটা ট্যাগের Description আর Keyword এই দুটি খুবই জরুরী ।
এবার আসি Description কি?Description হল আপনার সাইটের বর্ননা মানে আপনি কি নিয়ে সাইটটি তৈরী করেছেন তার বর্ননা এখানে লিখবেন।আর Keyword হল আপনার সাইটের প্রধান Word গুলো ।যেমন টেকটিউনস এর জন্য কি ওয়ার্ড হতে পারে bangla-blogging,technology,blog ইত্যাদি।
আমি এখানে ব্লগারে কি করে মেটা ট্যাগ যোগ করতে হয় তা দেখাচ্ছি ।অন্যগুলো প্রায় একই।
তাহলে চলুন কাজ শুরু করি।প্রথমে আপনার ব্লগারে লগিন করুন এবার LAYOUT এবার EDIT HTML এ ক্লিক করুন।এবার নিচে দেখুন আপনার ব্লগের সমস্ত কোড গুলো দেয়া আছে ।
আপনার সাইটের একদম প্রথমেই নিচের কোডটি খূজে বের করুন


এবার উপরের কোডটির ঠিক নিচে এই কোডটি যোগ করুন


যোগ করার পর নিচের ছবির মত হবে


DESCRIPTION HERE:আপনার সাইটের বর্ননা লিখুন
KEYWORDS:আপনার সাইটের কিওয়ার্ড লিখূন
AUTHOR NAME:আপনার নাম লিখূন

এবার আপনি আপনার মত করে description ,keyword দিয়ে দিন।ব্যাস কাজ হয়েগেল।উদাহরণ হিসেবে নিচেরটা দেখতে পারেন


Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop