Saturday, June 2, 2012

লিনাক্স এ ডাউনলোড ম্যানেজার


এই কাজ করার জন্য আমরা কয়েকটি ধাপ সমাপ্ত করবো:
১ম ধাপঃ
ফায়ার ফক্স ব্রাউজারে  FlashGot নামে একটি এডঅন ইন্সটল করে ব্রাউজার রিসটার্ট করুন।
২য় ধাপঃ 
আমার মতে আইডিএম এর মত স্পিডি যদি কোন ডাউনলোড ম্যানেজার থাকে তা হল এরিয়া২(aria2)। কিন্তু এরিয়া২ তে কোন পজ/রিজিউম বাটন না থাকার কারনে আমার মত অনেকের কাছে গলার কাটা মনে হয়। তাহলে কি আমরা এরিয়া২ ব্যবহার করতে পারবোনা? হা ব্যবহার করবো কিন্তু ভিন্ন ভাবে, যাতে থাকবে এরিয়া২ এর স্পিড এবং পজ/রিজিউম বাটন।
এর জন্য সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার চালু করে এরিয়া২ ইন্সটল করে নিন।

৩য় ধাপঃ 
সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার থেকে আর একটি সফটওয়ার ইন্সটল করতে হবে তা হল ইউ গেট (uGet)
৪র্থ ধাপঃ
এখন কনফিগার কারার পালা। ইউগেট uGet সফটওয়ারটি চালু করুন। এখন Edit অপসন থেকে settings এ যান। এর পর plug-in ট্যাবে যেয়ে Enable aria2 plug-in +Launch aria2 on startup-এ টিক মার্ক দিন।
এবার ফায়ার ফক্স এর Tools>Add-ons> Extensions >FlashGotএ  preferences  ক্লিক করুন। এখন General ট্যাব এ Download Manager হিসাবে Uget নির্বাচন করুন। বাস হয়ে গেল সব সমস্যার সমাধান।

এই প্রসেসে আমি বেশ ভাল স্পিড পাই। তাই আমি সবার মাঝে শেয়ার করলাম। বিস্তারিত লিখার জন্য আকার বড় হয়ছে, মুলত এই কাজ করতে খুব অল্প সময় লাগে।
আমি উবুন্টু, লিনাক্স মিন্ট, জোরিন ওএস কে উদ্দেশ্য করে লিখেছি।
আমি অনেক কষ্ট করে লিখেছি। কারও যদি এতটুকু উপকার আসে তাহলেই আমার কষ্টের সার্থকতা। আপনারা গঠনমূলক মন্তব্য করে আরো লেখায় উৎসাহ যোগাবেন আশাকরি। কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop