Friday, June 1, 2012

লিনাক্স মিন্ট এর জন্য কতিপয় প্রয়োজনীয় সফটওয়্যার ও তার ইন্সটলেশন।


লিনাক্স মিন্ট এর  জন্য কতিপয় প্রয়োজনীয় সফটওয়্যার ও তার ইন্সটলেশন (লিনাক্স মিন্ট ১০ “জুলিয়া” এ পরীক্ষিত।)
১।মোবাইল ভিডিও/অডিও কনভার্টারঃ অনেকেই এইরকম সফটওয়্যার খোজেন।বিশেষ করে যারা নতুন। আমিও এই সমস্যায় পরেছিলাম। তো যাই হোক আমি বর্তমানে মোবাইল ভিডীও/অডিও কনভার্টিং এর জন্য ২ টা সফটওয়্যার ব্যাবহার করি।
ক) মোবাইল মিডিয়া কনভার্টারঃ ইন্সটল করার জন্য গুগল এ mobile media converter লিখে সার্চ দিন। আশা করি একটা ডেব ফাইল পাবেন। ইন্সটল করে নিন।
খ) ট্রান্সমাজেডনঃ এটা আসলে একটা ভিডিও কোডার। চাইলে পিসির ফাইল এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাট এ নিতে পারেন।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install transmageddon অথবা সাইনাপ্টিকে transmageddon লিখে সার্চ দিয়ে ইন্সটল করুন।

২। সিডি/ডিভিডি/ ভিডীও বার্নারঃ ব্রাসেরো ব্যাবহার করে দুই তিন বার ডস খাইছি । ব্রাসেরো(মিন্ট এর বিল্ট ইন বার্নার সফট) আমার মতামত অনুযায়ী ভাল না । যাই হোক আমি বার্নিং এর জন্য ২টা সফট ব্যাবহার করি।
ক) k3b (ডাটা বার্নিং এর জন্য): nero র কাছাকাছি একটা সফটওয়্যার । ইন্সটল করার জন্য সাইনাপ্টিকে গিয়ে k3b লিখে সার্চ দিন ।আশা করি পেয়ে যাবেন। খ)mandvd: ডিভিডী ভিডিও বার্নিং এর জন্য সফটওয়ার।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install mandvd অথবা সাইনাপ্টিকে mandvd লিখে সার্চ দিন।আশা করি পেয়ে যাবেন।
৩।সিডি/ডিভিডি অথবা ভিডীও কাটারঃ avidmux বা kino চালাতে পারেন। ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ
ক)avidmux:  sudo apt-get install avidmux
খ) kino: sudo apt-get install kino
৪। ওয়েবক্যাম ক্যাপচারিং সফটওয়ারঃ আমি এর জন্য ক্যানারোমা ওয়েবক্যাম ভিউয়ার ব্যাবহার করি ।ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install camorama
এছারাও ওয়েবক্যাম ভিডিও ক্যাপচারিং সফটওয়্যার পেলাম।ইন্সটল করতে সাইনাপ্টিকে গিয়ে cheese লিখে সার্চ দিন। আশা করি পেয়ে যাবেন।
৫।মিডীয়া প্লেয়ারঃ ভিএলসি(vlc) এবং বানশি (banshee) ব্যাবহার করতে পারেন । সাইনাপ্টিকে পেয়ে যাবেন।
৬।এলবাম ট্যাগিং  সফটওয়্যারঃ easytag ব্যাবহার করতে পারেন। ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুনঃ sudo apt-get install easytag।kid3 ও ব্যাবহার করতে পারেন
৭। ডিভিডী মাউন্টারঃ ফিউরিয়াস আইএস ও অথবা এসেন্ট আই এস ও ব্যাবহার করতে পারেন ।
৮।পিসি সুইটঃ বাবর ভাইয়ের সুবাদে জানতে পারলাম wammu লিখে সাইনাপ্টিকে সার্চ দিন।
৯। ভিডীও এডিটরঃ ওপেন মুভি এডীটর ব্যাবহার করতে পারেনঃ sudo apt-get install openmovieeditor
১০। Inkscape : ইলাশট্রেটরের বিকল্প । সাইনাপ্টিকে পাবেন ।
বিঃ দ্রঃ এই টিঊনট এ জে কেউ আরো নতুন সফটোয়ার সম্পর্কে জানা থাকলে জানাবেন। কোন জায়গায় কপি করলে আমার নাম দিতে হবে এই লাইসেন্স টার নাম কি?এই লেখাটি সেই লাইসেন্স এর আওতাভুক্ত।
Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

1 comments:

abbyquenneville said...

Borgata Hotel Casino & Spa - JMT Hub
The Borgata 안산 출장샵 Hotel Casino & Spa offers more than 2000 slot machines, 80 table games, 강원도 출장마사지 and a live music experience. 통영 출장안마 Booking and 상주 출장마사지 booking the 광주광역 출장샵 Borgata

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop