Sunday, April 29, 2012

বড় সাইজের ফাইল ডাউনলোড করছেন কিন্তু কোন কারনে ডাউনলোড বন্ধ হয়ে যাওয়ায় আর রিজিউম হচ্ছেনা? কি করবেন, জেনে নিন

৬০০ মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড করছেন। নাকি আরো বেশী? ১ গিগা- ২ গিগা? এর মধ্যে অর্ধেক ডাউনলোড হওয়ার পর, গেল কারেন্ট চলে অথবা কমপিউটার রিস্টার্ট নিল অথবা আপনিই ফাইলটা পজ করে রাখলেন, পরে ডাউনলোড দিবেন বলে। কিন্তু পরে যখন আবার ডাউনলোড দিতে গেলেন তখন ম্যাসেজ আসলো,

adf.ly লিংক এর বিরক্তকর ৫ সেকেন্ড বাইপাস করুন

adf.ly এর সাথে সকলেই পরিচিত এখন, বিভিন্য প্রকার লিংক adf.ly এর লিংক দারা আবদ্ধ করে দেয়া হয়ে থাকে অর্থ উপার্জনের জন্য। আমি বেক্তিগত ভাবে এটি সাপোর্ট করি। তবে অনেকে আছেন যারা বিররক্ত মনে করে থাকেন এই জাতিয় লিংক। adf.ly গুলতে ঢুকলে আপনারকে বসে থাকতে হয় ৫ সেকেন্ড। কিন্তু জাভার ছোট একটি কোডিং দিয়ে খুব সহজে এই ৫ সেকেন্ড সময় থেকে মুক্তি পেতে পারবেন। এই কোডটি এড্রেস বারে দিয়ে এন্টার দেয়ার সাথে সাথেই ৫ সেকেন্ড বাইপাস হয়ে যাবে এবং হাতের কাছেই “SKIP AD” বাটন পেয়ে যাবেন।

১। যে কোন একটি adf.ly জাতিয় লিংক ওপেন করুন।
২। সাথে সাথে উপরে এড্রেস বারে এই জাভা কোড টি দিয়ে এন্টার দিন।
javascript:showSkip();
৩। তাহলেই সাথে সাথে দেখবেন “SKIP AD” বাটন চলে আসবে।
হয়ে গেল বাইপাস...

জিমেইল একাউন্ট হ্যাক হয়েছে? সমাধান নিন

একদিন দেখলেন আপনার জিমেইলে আর লগইন করতে পারছেন না। পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে! বুঝে গেছেন কাম সারসে! পাসওয়ার্ড রিকভারীতে ঢুকলেন। সিকিউরিটি প্রশ্নে এসে আটকে গেলেন!ব্যাটা ব্যাপক চালু। সিকিউরিটি প্রশ্ন এবং অলটারনেট মেইল এড্রেসও চেঞ্জ করে দিসে। আপনি ঐটা দিয়ে ফেসবুকে ঢুকেন, সব শেষ!গুগল অবশ্য একটা উপায় রেখে দিসে।
এখানে ক্লিক করুন
ঝটপট এখানে ঢুকে পড়েন। এবার Did this work? এর নিচে No সিলেক্ট করুন। এবার প্রয়োজনীয় ফিল্ড পূরন করে অপেক্ষা করতে থাকুন। গুগলের মতে প্রায় ৪ থেকে ১০ দিন সময় লাগবে। আর হ্যাঁ আপনি চাইলে এই ফর্ম একাধিক বার সাবমিট করতে পারবেন[যদি নতুন কোন ইনফো মনে আসে তো]।

আশা করি কাজে আসবে...

Windows XP রিপেয়ার করা নিয়ে চিন্তিত আছেন! No চিন্তা Do ফূর্তি এবার বুটেবল সিডি ছারাই XP রিপেয়ার করুন!! 100% Working

পিসি ব্যবহারকারীর দিক দিয়ে আমরা প্রায় ৭৫% উইন্ডোজ এক্সপি ব্যবহার করছি। সেই কবে ২০০১ সাল হতে এখনও ২০১২ সালেও এসে প্রায় ১১ বছর যাবত এক্সপি সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। যেখানে এক্সপির পরের ভার্সন ভিসতা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি সেখানে এক্সপির জনপ্রিয়তা কিন্তু এখনও ভাটা পড়েনি। বর্তমানে যারা

Use Emoticon On Blogger Blog


If you read through some of the posts on the blog, you will notice that I use emoticons quite frequently. While writing good article is important, adding emoticons to a blog post makes it looks more interesting. To add emoticons to a blogger blog, follow the following steps:


1. Sign in to your blogger blog, and go to Layout > Edit HTML
2. Add the following line of code to the head section of of your template.
<script src="http://mltan100.googlepages.com/emoticons.js" type="text/javascript"/>

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন?


জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে আমরা অনেকেই বুঝি না যে আমাদের আসলে কি করা উচিত? আসুন দেখি নেই এবং জেনে নেই কিভাবে এই ধরনের সমস্যা হলে কি করা উচিত আমাদের...

১.প্রথমেই স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী (জি.ডি) করতে হবে। জি.ডি-এর ভাষা হবে নিম্নরূপ:
************************************************************
তারিখ: ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০১২

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলবেন কিভাবে? আসুন জেনে নেই


 বিভিন্ন প্রয়োজনেই আমাদের 'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট'- এর প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সার্টিফিকেট তোলাটা কোন কঠিন কিছু না। নিম্ন বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন: (২৭ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে আমি নিজের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য জানতে পেরে এ সংক্রান্ত এই পোস্টের পূর্বের তথ্যসমূহ আপডেট করলাম)

১. পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান:
প্রথমেই 'সোনালী ব্যাংক' থেকে পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান কাটুন। আপনার বাড়ির নিকটস্থ সোনালী ব্যাংকে গিয়ে (যেখানে ট্রেজারী চালান জমা নেয়া হয়) 'ক্যাশ গ্রহণ' কাউন্টার থেকে একটি ট্রেজারী চালান ফরম (মূলকপি) নিন। এরপর চালানের এই মূল কপিটি নিচের

পেনড্রাইভ দিয়ে হাতিয়ে নিন আরেকজনের পিসির তথ্য


আজকাল সবার কাছেই পেনড্রাইভ আছে বলা যায়। একজনের পিসি থেকে আরেক জনের পিসিতে অবাধে বিচরন করছে এই পেনড্রাইভ। আর এই পেনড্রাইভকেই ব্যবহার করতে পারেন হ্যাকিং এর ছোট হাতিয়ার হিসেবে। শুধু পেনড্রাইভই নয় মেমরি কার্ড দিয়েও একই কাজ করা সম্ভব! তাহলে চলুন শুরু করা যাক।
রথমে দুইটা ফাইল বানাতে হবে। নাম ধরেন AUTORUN এবং LAUNCH।
একটা নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন

[autorun]
open=launch.bat

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop