একদিন দেখলেন আপনার জিমেইলে আর লগইন করতে পারছেন না। পাসওয়ার্ড ভুল
দেখাচ্ছে! বুঝে গেছেন কাম সারসে! পাসওয়ার্ড রিকভারীতে ঢুকলেন। সিকিউরিটি
প্রশ্নে এসে আটকে গেলেন!ব্যাটা ব্যাপক চালু। সিকিউরিটি প্রশ্ন এবং অলটারনেট মেইল এড্রেসও চেঞ্জ করে দিসে। আপনি ঐটা দিয়ে ফেসবুকে ঢুকেন, সব শেষ!গুগল অবশ্য একটা উপায় রেখে দিসে।
এখানে ক্লিক করুন
ঝটপট এখানে ঢুকে পড়েন। এবার Did this work? এর নিচে No সিলেক্ট করুন। এবার প্রয়োজনীয় ফিল্ড পূরন করে অপেক্ষা করতে থাকুন। গুগলের মতে প্রায় ৪ থেকে ১০ দিন সময় লাগবে। আর হ্যাঁ আপনি চাইলে এই ফর্ম একাধিক বার সাবমিট করতে পারবেন[যদি নতুন কোন ইনফো মনে আসে তো]।
আশা করি কাজে আসবে...
এখানে ক্লিক করুন
ঝটপট এখানে ঢুকে পড়েন। এবার Did this work? এর নিচে No সিলেক্ট করুন। এবার প্রয়োজনীয় ফিল্ড পূরন করে অপেক্ষা করতে থাকুন। গুগলের মতে প্রায় ৪ থেকে ১০ দিন সময় লাগবে। আর হ্যাঁ আপনি চাইলে এই ফর্ম একাধিক বার সাবমিট করতে পারবেন[যদি নতুন কোন ইনফো মনে আসে তো]।
আশা করি কাজে আসবে...
0 comments:
Post a Comment