Sunday, April 29, 2012

Windows XP রিপেয়ার করা নিয়ে চিন্তিত আছেন! No চিন্তা Do ফূর্তি এবার বুটেবল সিডি ছারাই XP রিপেয়ার করুন!! 100% Working

পিসি ব্যবহারকারীর দিক দিয়ে আমরা প্রায় ৭৫% উইন্ডোজ এক্সপি ব্যবহার করছি। সেই কবে ২০০১ সাল হতে এখনও ২০১২ সালেও এসে প্রায় ১১ বছর যাবত এক্সপি সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। যেখানে এক্সপির পরের ভার্সন ভিসতা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি সেখানে এক্সপির জনপ্রিয়তা কিন্তু এখনও ভাটা পড়েনি। বর্তমানে যারা
অপারেটিং সিস্টেম ৭ ব্যবহার করেন তারাও অনেকে বিভিন্ন প্রোগ্রামের কাজ এক্সপিতে করে থাকেন কিংবা এক্সপি ব্যবহারের জন্য উদগ্রীত থাকেন। আমি নিজেও আমার পিসিতে ডুয়াল বুট হিসাবে এক্সপি ও ৭ ব্যবহার করছি।
যাইহোক উইন্ডোজ এক্সপিতে ভাইরাস বা অন্য কোন কারনে ফাইল মিসিং বা  করাপ্টেট দেখায়। তখন অনেকেই নতুন করে উইন্ডোজ ইন্সটল বা বুটেবল সিডি দিয়ে রিপেয়ার করে খাকি।কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ও বিরক্তিকর ব্যাপার। অপরদিকে ধরে নিলাম ঐ মুহুর্তে অআপনার কাছে উইন্ডোজ এক্সপির সিডি নাই। তাহলে কি করবেন? চিন্তার কোন কারন নাই। সবই এবার কেল্লাহফতে। যাইহোক এবার আপনাদেরকে আমি এমন একটি টপিস শিখিয়ে দিব যেখানে উক্ত কাজ যা আপনি কোন বুটেবল সিডি ব্যতিত করতে পারবেন।
তাহলে কাজটি শুরু করা যাক-

১। প্রথমে  run এ যান। type করুণ “webfldrs.msi” এবার enter চাপুন।
 ২। নতুন উইন্ডো আসবে।এখানে আপনি “Select Reinstall Mode” এ ক্লিক করুন।

আবার নতুন একটি  উইন্ডো আসবে ।
৩। এখানে আপনি সব গুলো option চেক করে Ok চাপুন।এটা কিছুখন সময় নিবে,তারপর process complete হবে।আপনাকে সিস্টেম রিস্টার্ট দিতে বল্বে।
পরামর্শ-
এই কাজটি এক্সপি অপারেটিং সিস্টেমে করা হয়েছে।
কাজটি প্রসেস করতে বেশ কিছুক্ষণ সময় নিতে পারে। যেমন- আমার পিসিতে কাজটি করতে প্রায় ২৫ মিনিটের মত সময় নিয়েছিল। অপরদিকে যদি বড় ধরনের কোন ফিক্স সমস্যা থাকে তাহলে উইন্ডোজের বুটেবল সিডিটি প্রবেশ করে উক্ত কাজটি করা যাবে।
Thing you for shairing it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hosted Desktop